Print

Rupantor Protidin

বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার 

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কাগজপুকুর গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে রুস্তম মোল্লা (৪৫) নারায়নপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে রফিকুল ইসলাম (২৫) ভবারবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন রাব্বি (২০) একইগ্রামের আবুল কালামের ছেলে বিপ্লব হোসেন, কাগমারী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা (২২) সাদিপুর বাগদাপাড়া গ্রামেরমৃত সলেমান মোড়লের ছেলে লিটন হোসেন (৩২) নাভারণ এলাকার মৃত আব্দুল রবের ছেলে কবির হোসেন (৩২) ভবারবেড়গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে ইব্রাহিম (৫০) বড় আঁচড়া গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে রিপন মোড়ল (৩২) বড় আঁচড়া গ্রামেরমৃত খোকা সরদারের ছেলে শরীফ সরদার (২৯) সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে শাহারুল ইসলাম (৩৫) পোড়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে রাশেদ আলী (৪২) ও সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের ছব্বত আলীর ছেলে মাহবুর রহমান (২০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের যশোর  আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।