Print

Rupantor Protidin

যশোরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অহংকার’ এ প্রতিপাদ্যে আগামী ২৫-৩০ নভেম্বর উদযাপিত হবে সেবা ও প্রচার সপ্তাহ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, পরিবার পরিকল্পনা যশোরের সহকারী পরিচালক সাবিহা কবির।তিনি জানান, বিডিএইচএস-২০২২ এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ৫০ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে। এ সকল নারীদের কাছে পরিবার পরিকল্পনা তথ্য ও সেবা প্রাপ্তি সহজলভ্য না হলে অনাকাঙ্খিত গর্ভধারণের ঝুঁকি সৃষ্টি হয়।

সভায় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, বাল্য বিবাহ এবং অনাকাঙ্খিত গর্ভধারণের বিষয়ে যার যার অবস্থান থেকে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা সকলকে সচেতন করতে পারলে সুন্দর জাতি ও দেশ গড়ে তুলতে পারবো। এ সময় তিনি সেবা ও প্রচার সপ্তাহের সফলতা কামনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্যামিলি প্লানিং এর কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, যশোর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন, যশোর এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ।