যশোর সদর উপজেলার শাহাবাটি গ্রামে পিতার ট্রাক্টরের ধাক্কায় ইয়াছিন নামের এক শিশু পূত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। ইয়াছিন শাহাবাটি গ্রামের সুমন হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শিশুর দাদা আব্দুস সামাদ জানান, রবিবার সকালে শিশুটির বাবা চাষের জন্য ট্রাক্টর বাড়ির আঙিনা থেকে বের করছিলো। এমন সময় শিশুটি বাবার অজান্তেই ট্রাক্টরে উঠতে চেষ্টা করে। এসময় ট্রাক্টরের পেছনের চাকায় শিশুর মাথায় আঘাত লাগে। শিশুর চিৎকারে বাবা ট্রাক্টর থেকে নেমে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া পথে শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু ইয়াছিন তার বাবার একমাত্র সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।