Print

Rupantor Protidin

৮৮, যশোর -৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন

দলীয় ফরম সংগ্রহ করলেন আ. লীগ নেতা আলমগীর হাসান রাজীব

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ , ২:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যশোর -৪ (বাঘারপাড়া-অভয়নগর) নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এসএম আলমগীর হাসান রাজীব।

শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করে এসএম আলমগীর হাসান রাজীব বলেন, ‘উন্নয়নের প্রতীক নৌকা। তাই আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক দেবে, তাকেই বিজয়ী করবে।

এসময় এসএম আলমগীর হাসান রাজীবের সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা রিজভী আলম, হাসান আল বান্না রাহুল, ফজলুল হক বিপুল, সারোয়ার রানা, ছাত্রলীগ নেতা সোহাগ, নিশান শাকিলসহ নেতৃবৃন্দ।