বেনাপোল সীমান্ত থেকে ১৬টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে সীমান্তের বালুন্ডা বাজারের পাশে একটি পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এ ককটেল উদ্ধার করা হয়।প্রতিনিয়ত এ বেনাপোল এলাকায় একাধীক গুম, খুনসহ বোমার বিস্ফোরণ ঘটতে থাকায় ‘নিরাপত্তা হীনতায়’ স্থানীয়রা, জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।