Print

Rupantor Protidin

চৌগাছায় চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফিরোজ আহমেদ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মুকুল হোসেনের ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফিরোজ আহমেদ চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ১২ নভেম্বর প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত প্রবিধি ২৯ অনুসারে ফিরোজ হোসেনকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক সদস্য সহকারি শিক্ষক তবিবর রহমান, অভিভাবক সদস্য হাবিবুর রহমান। এ কমিটি পরবর্তী সকল শর্তাবলী যথাযথ পালন করবেন বলে জানা যায়।

এদিকে, ফিরোজ আহমেদ অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক ও সকল শিক্ষক /কর্মচারীসহ এলাকার সচেতন মহল তাঁকে অভিনন্দন জানান। সেইসাথে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের নিকট দো’আ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এব্যাপারে ফিরোজ আহমেদ বলেন, শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে চেষ্টা করব এই অঞ্চলের মানুষকে শতভাগ শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তাই বিদ্যালয়টিকে সুন্দর-সুষ্ট পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চেষ্টা অব্যাহত থাকবে।