Print

Rupantor Protidin

যশোরে নাহিদা জাহেদী ল্যাবরেটরী ভবনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরী নতুন ভবনের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই নতুন ভবনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পলেটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি উদ্যোগে এই ভবন মাইলফলক হয়ে থাকবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ। তাদের এই উদ্যোগে যশোরের শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা রাখবে। একই সাথে এই উদ্যোগটা সকলের কাছে একটি বার্তাও দিলো যে, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ভাবে সাহয্য সহযোগিতা করা যায়। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার প্রসার ও এর জনপ্রিয়তা বাড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, আমরা মনে করি শিক্ষা বিস্তার সকলের দায়িত্ব। আমরা শুধু সরকারের প্রতি চাপিয়ে দেয় তাহলে ঠিক হবে না। সমাজে যে যার জায়গায় থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসলে দেশের উন্নয়ন সমৃদ্ধ হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি শিক্ষা বিস্তারে। জাহেদী ফাউন্ডেশন শুধু শিক্ষা বিস্তারেই নয়, স্বাস্থ্য ক্রীড়া অঙ্গনেও ভূমিকা রাখছে।

পলেটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তৃতা করেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম, কবির শাহরিয়ার জাহেদী প্রমুখ। এছাড়া কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচ কোটি পঁচিশ লাখ টাকা ব্যয়ে বেসরকারি অর্থায়নে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ ১২ অক্টোবর ২০২১ সালে এ ভবন নির্মাণের ভিস্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অর্থায়নে নতুন এই ল্যাবরেটরি ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।