Print

Rupantor Protidin

নির্বাচনের আগেই নির্বাচনী পরীক্ষা, ব্যস্ত মাগুরার শিক্ষা প্রতিষ্ঠান গুলো

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ৪:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা এবার একটু এগিয়ে আনা হয়েছে। সেই কারণে নির্বাচনী পরীক্ষার ব্যস্ততা দেখা গেছে মাগুরার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।

গত বুধবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আর নির্বাচনের রমরমা সাজে সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। যেহেতু দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা থাকে তাই এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণেই এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো আগেভাগেই সেরে ফেলা হচ্ছে। কেননা অধিকাংশ নির্বাচনের কেন্দ্রগুলো থাকে শিক্ষা প্রতিষ্ঠানে। মাগুরার পার্শ্ববর্তী কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে এখানে চলছে নির্বাচনী পরীক্ষা।

এসএসসি ব্যাচের টেস্ট পরীক্ষাও সেরে ফলাফল দেওয়া হয়ে গেছে আগে ভাগেই। এর মাঝে নতুন কারিকুলাম ষষ্ঠ ও সপ্তম শ্রেণী সহ অষ্টম ও নবম শ্রেণীর পরীক্ষার রুটিন দেয়া হয়েছিলো যা নভেম্বরের ৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশের চলমান পরিস্থিতি অনুযায়ী এটা বার বার সেটাও পরিবর্তন করা হয়েছে। গত ৪ অক্টোবর একটা নোটিশ এর মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বলতে গিয়ে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হানিফ বলেন, আমাদের এবছর নির্বাচনের কারণে নির্বাচনী পরীক্ষাগুলো একটু আগেভাগেই নেয়া হচ্ছে বলে মনে হয়। এ জন্য অধিকাংশ স্কুলেই পাঠ্যপুস্তকের সিলেবাস অনেকটা তড়িঘড়ি করে ই শেষ করা হয়েছে বলে আমার মনে হয়। তারপরেও রয়েছে নতুন কারিকুলামের নতুন মূল্যায়নের বাড়তি চাপ। সব মিলিয়ে একটু ব্যস্ত পার করছি আমাদের মাগুরার স্কুলগুলোর শিক্ষকরা।