Print

Rupantor Protidin

নড়াইলের দলজিৎপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিক তাহেরের বাড়িতে যুবতীর অনশন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে যুবতী। আত্মগোপনে রয়েছে প্রেমিক তাহের। এদিকে স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দিচ্ছে ঔ যুবতী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান প্রেমিকার পরিবার।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের মোল্যার সাথে একই গ্রামের ঔ তরুনীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

যুবতী বলেন, আমার সাথে প্রেমের সম্পর্কের কথা জানাজানি হওয়ায় আমার বাবা আমাকে অন্যত্রে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাহের আমাকে আবার তার কাছে আসার জন্য বিভিন্ন উপায়ে প্রলোভন দেয়। তারপর থেকে আমার সংসার বেশি দিন টিকে নাই, তাহের বলেছিলো তুমি তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নাও তারপর তোমাকে বিবাহ করে ঘরে তুলে নিবো। কিন্তু এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমি স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এখান থেকে কোন জায়গায় যাবো না। আর স্ত্রীর স্বীকৃতি না দিলে আত্মহত্যা করবো।

স্থানীয় হাসান মোল্লা জানান, এ বিষয় নিয়ে উভয় পক্ষের গণমান্য ব্যক্তিরা একধিকবার বসে সমাধানের জন্য। সর্বশেষ তিন মাস আগে বসাবসি করে উভয় পক্ষের সম্মতিতে কাবিননামায় স্বাক্ষর করে রাখে, যাতে পরবর্তী তিন মাস পরিপূর্ণ হলে কলেমা পড়িয়ে বিবাহ করে ঘরে তুলে নেই। কিন্তু গত ১৪ নভেম্বর তারিখে ৩ মাস পূর্ণ হলে এখন ঘরে তিলে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। প্রেমিক তাহেরের পিতা বাবু মোল্লা বলেন, আমার ছেলে নির্দোষ।