Print

Rupantor Protidin

বানরের আক্রমণে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৩ , ১:৫৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

বানরের ভয়াবহ আক্রমণে ভারতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরের সালকি গ্রামে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, বানরের আক্রমণটি ডেহগাম তালুকের একটি মন্দিরের কাছে ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর নাম দিপক ঠ্যাকর। ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্ত চিকিৎসা শুরুর আগেই শিশুটির মৃত্য হয়।

পুলিশ ও বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এসময় একদল বানর শিশু দিপকের ওপর আক্রমণ শুরু করে। বানরের নখের আচরে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

এক কর্মকর্তা জানান, হামলায় শিশুটির অন্ত্র ছিঁড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে এটি বানরের তৃতীয় হামলার ঘটনা।

বন কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, গ্রামের বানর ধরার চেষ্টা করছে তার দপ্তর।