Print

Rupantor Protidin

পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা বারোটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  নবগঠিত কমিটির  এ পরিচিতি সভাটি  অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল সভাপতিত্ব করেন। আর পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয়ে এবং বিএনপি জামাতের অবৈধ অবরোধ, হরতাল, হত্যা, নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।