Print

Rupantor Protidin

বেনাপোল বন্দরের সিকিউরিটি ইনচার্জ বিভিন্ন দূর্নীতি অনিয়মের অভিযোগে বরখাস্ত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৩ , ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা দেওয়া পিমা সিকিউরিটি সংস্থা ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এস এম আবু মুহিদ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত বরখাস্ত চিঠি পরিচালক ট্রাফিক বেনাপোল স্থলবন্দর বরাবর পাঠানো হয়। বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক রেজাউল করিম। তার অবর্তমানে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সুপারভাইজার মনিরুজ্জামান।

জানা যায়, মিজানুর রহমান পিমা সিকিউরিটি সংস্থা ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছিলো, যেমন টাকা বিনিময় জনবল নিয়োগ,ভালো গেটে ডিউটি দিয়ে ঘুষ আদায়, বেতন দেওয়ার সময় বকসিসের নামে টাকা কর্তন, আদায় সহ তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ।

তার বরখাস্তর খবর বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটির সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে রক্ষা পেয়েছেন ঘুষ খোর মিজানের হাত থেকে। তাদের আশা এবার পুরো বেতনের টাকা বাড়ি নিয়ে যেতে পারবো।

বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, পিমা সিকিউরিটির সংস্থা ইনচার্জ মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে। বতর্মানে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মনিরুজ্জামান।