Print

Rupantor Protidin

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ণ

Sheikh Kiron

আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামান আক্তার ফারুক বিল্লাল সহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। ৩টি এনজিও তাদের প্রতিষ্ঠানের বাস্তবায়িত ও বাস্তবায়নাধিন প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন করেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন এবং এনজিওগুলোর।

পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় করে কাজ করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।