Print

Rupantor Protidin

বেনাপোলে ১২ পিস স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ১২ পিস (১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার একটি মোটরসাইকেল সহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার ভোর রাতে সীমান্তের বারোপুতা কৃষ্ণপুর নামক এলাকা থেকে এ স্বর্নের চালান সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দিনের ছেলে আজমীর (২০), একই এলাকার আলী কদমের ছেলে জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমিনের ছেলে নুরুজ্জামান (৩৮)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, পাচারকারীরা ভারতে স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। এর কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে, তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করে।

এসময় স্বর্ণের বারগুলো ১ জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটক আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ণ ১ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার টাকা এবং মোটর সাইকেল দেড় লক্ষ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১ কোটি ২৭ লক্ষ আটচল্লিশ হাজার টাকা।

উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটর সাইকেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।