Print

Rupantor Protidin

যশোরে বিএনপির শীর্ষ নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ৫:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সন্ত্রাস ও নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

কোতয়ালী থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস জানান, গত ৩১ অক্টোবর যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকা থেকে যাত্রীবাহী দুটি বাস থেকে বিএনপির ৬৬ নেতাকর্মীকে আটক করে বাসের ভেতর থেকে ককটেল, পেট্রোল ও লাঠিসোঁটা জব্দ করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জেলার শীর্ষ নেতৃত্বসহ ৮৭ জনকে আসামি করা হয়। আটক টিএস আইয়ুব এই মামলার পলাতক আসামী। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এই মামলা ছাড়াও টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইতোপূর্বে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়।