Print

Rupantor Protidin

যশোরে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের কোতয়ালী থানা এলাকায় অপহরণের ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সকালে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার আনিসুর রহমানের ছেলে জাকারিয়া রহমান শান্ত (১৭) বন্ধুদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়। এরপর তার কাছ থেকে অজ্ঞাতনামা মোবাইল নম্বরে ২০ হাজার টাকা ছেলের মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।

ডিবি পুলিশ আরো জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করা হয়। এরপর ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দিপাড়া লিচুতলা হতে ঝুমঝুমপুর গামী পাকা রাস্তার পাশে বাবুর বাগানে অভিযান পরিচালনা করে আসামী মারুফ হোসেন ওরফে মুকুল (১৯) ও রিপন (২২) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জাকারিয়া রহমান শান্তকে অপহরণ করে মুক্তিপণ আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল।