Print

Rupantor Protidin

ডাচদের উড়িয়ে সেমিতে অপরাজিত ভারত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আজ নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে ৯ ম্যাচের ৯টিই জিতে অপরাজিত থেকে লিগপর্ব শেষ করেছে স্বাগতিক ভারত। ডাচদের বিপক্ষে শেষবারের মত মাঠে ঝালাই করতে নামা কোহলিরা অপরাজিত থেকেই কিউইদের বিপক্ষে সেমিতে মাঠে নামবেন। অন্যদিকে ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছে স্কট অ্যাডওয়ার্ডসদের।

ফলে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে থেকে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে টাইগাররা। বুধবার প্রথম সেমিফাইনালে ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুতে আজ রবিবার (১২ নভেম্বর) শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির পাশাপাশি তিন টপঅর্ডার ব্যাটারের ফিফটিতে ৪ উইকেটে ৪১০ রানের পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে শেষপর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।