Print

Rupantor Protidin

শৈলকূপায় দুই ইলেকট্রেশিয়ানের মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৩ , ৯:২৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের শৈলকূপায় দুই ইলেকট্রিশিয়ান বিদ্যূৎস্পৃষ্টে মারা গেছে। শুক্রবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আসাদ ও এনামুল দুই জনই শৈলকূপা পল্লীবিদ্যুত সমিতির টেকনিশিয়ান ছিল। তারা ঐ গ্রামে এক বাড়ীতে ভাড়া থাকতো। নিহত আসাদের বাড়ী রাজবাড়ী জেলায় ও এনামুলের বাড়ী মানিকগঞ্জ জেলায়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শুত্রবার ভোরে ওই বাড়ীর উঠানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়।

তারা আরো জানায়, সকালে বাইরে যাওয়ার উদ্দেশ্যে শিতের কম্বল ধুয়ে শুকানোর সময় এ দূর্ঘটনা ঘটতে পারে।

শৈলকূপা থানা ওসি ঠাকুর দাস জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে। দুই জনের মৃতদেহ বাড়ীর উঠানে পড়ে ছিল। প্রাতমিকভাবে ধারনা করা হচ্ছে ভেজা কম্বল শুকানোর জন্য প্রতমে একজন বিদ্যুতায়িত হয় পরে তাকে বাচাতে যেয়ে অন্যজনও মারা গেছে। তারপরও তদন্ত চলছে। ওদের আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে। এখনও এ ব্যাপারে কোন মামলা রুজু হয়নি।