Print

Rupantor Protidin

ঝিনাইদহে নসিমন-বাস সংঘর্ষে ২০ আহত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৩ , ৩:২১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৩:২১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

ঝিনাইদহে নসিমন- যাত্রীবাহী বাস সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে । আজ সকালে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে ।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, মাগুরা থেকে যশোরগামী এমআর যাত্রবাহি বাসটি ঝিনাইদরে বাইপাস সড়কের কালিকাপুরে পৌছালে অন্যদিক থেকে আসা স্যালো ইন্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়ীর দেয়াল ভেঙে ভিতরে চলে যায় । এতে বাড়ীর লোকজোন কেউ হতাহত না হলেও বাসের যাত্রীসহ নসিমন ড্রাইভার আহত হয় ।

ঝিনাইদহ থানা ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আহত বাস যাত্রীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে । হাসপাতালে নারীসহ ৬ জন ভর্তি আছে বর্তমানে । তবে বেশিরভাগ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের গন্তব্যে চলে গেছে ।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয় । তবে বাসটি উল্টে গেলে হতাহতের সংখ্যা আরো বাড়তো । বাসটি উদ্ধারে কাজ চলছে । সামনের ডানের চাকাটি ভেঙে গেছে বাসের ।