Print

Rupantor Protidin

কাল যশোরে গানের এ্যালবাম

জয় বাংলা জয় ও একটি মুজিব এনে দাওতো দেখি’র মোড়ক উন্মোচনসহ বঙ্গবন্ধু মেগা কনসার্ট

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৩ , ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

কাল চাঁদের হাট, যশোর, জেলা শিল্পী কল্যাণ সংস্থা, খুলনা ও কবি আমির হামজ স্মৃতি সংসদ মাগুরার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের গাওয়া ২০ টি গানের এ্যালবাম “জয় বাংলা জয় ও একটি মুজিব এনে দাওতো দেখি’র মোড়ক উন্মোচন এবং বঙ্গবন্ধু মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে যশোরে।

শুক্রবার শহরের টাউন হল ময়দানে বিকাল ৪টায় উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জেলা শিল্পী কল্যাণ সংস্থা, খুলনা’র সভাপতি পলাশ চন্দ্র ঢালী।

সূত্রের তথ্য মতে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে সংগীত পরিচালক শেখ সাদী খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।

অনুষ্ঠানে ধন্যবাদ নিবেদন করবেন, কবি আমির হামজা স্মৃতি সংসদ, মাগুরার সভাপতি জেসমিন নাহার।

অনুষ্ঠান সূচিমতে, সন্ধ্যা সাড়ে ৫ টায় বীরমুক্তিযোদ্ধা কবি আমির হামজার ‘জয় বাংলা জয় ও একটি মুজিব এনে দাওতো দেখি’র মোড়ক উন্মোচন এবং সন্ধ্যা পৌনে ৬টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।