Print

Rupantor Protidin

মাগুরায় ডাকাতি মামলার আসামী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ , ১১:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার শ্রীপুর উপজেলার জোকা কালভার্ট মোড় এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ডাকাতি মামলার এক আসামীসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় প্রেস বিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার কালুখালী থানার জামালপুর গ্রামের মফজেল মন্ডলের ছেলে মোলাম মন্ডল (৩০) কে শ্রীপুর উপজেলার জোকা কালভার্ট মোড় থেকে আটক করে। আটকের পর সে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিতে রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামস্থ গড়াই নদীর তীরে সাকেন মোল্যার বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা একটি এক নালা কাটা বন্ধুক এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এব্যাপারে অস্ত্র আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী মোলাম মোল্যার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা ছাড়াও বিস্ফোরক আইনসহ আরোও চারটি মামলা রয়েছে।