Print

Rupantor Protidin

উন্নয়ন ও অগ্রযাত্রায় কোন অপশক্তিকারীদের ঠাঁই নাই- বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৩ , ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনার প্রতি বাংলার সাধারণ মানুষের অগাধ ভালবাসা রয়েছে। অগুন দিয়ে মানুষ পুড়িয়ে কোন রাজনীতি হবে না। তাই বিএনপি-জামায়াতকে দেশবাসী চিরতরে বয়কট করেছেন। সাধারণ মানুষের কাছে স্পষ্ট বিএনপি- জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের লেলিহান সৃষ্টি করা। তাদের রাজনীতি মানেই লুটের পক্ষে, ধ্বংস যজ্ঞের পক্ষে, লাশের পক্ষে ও গণতন্ত্রের বিপক্ষে। বাংলার মানুষের ওই লুটেদের ক্ষমতায় বসাতে চায় না। ওদের প্রতিহত করবে। নতুন করে কোন ষড়যন্ত্র করলে আর রেহায় নেই। শক্তহাতে দাঁতভাঙ্গা জবাব পাবে বিএনপি-জামায়াত। শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ। উন্নয়ন ও অগ্রযাত্রায় কোন অপশক্তিকারীদের ঠাঁই হবে না। মঙ্গলবার যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ৭ নভেম্বর খুনি জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস ও বিএনপির আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে বিপর্যস্থ। তাদের অবস্থান শূন্যের কোটায় নেমে এসেছে। দেশবাসী তাদের পছন্দ করেন না। দেশব্যাপী তারা লুটকারী, এতিমের অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ, আগুন সন্ত্রাসীবাজ নামে সমাহিত হয়েছে। তাদের নাম উচ্চারিত হলেই দেশবাসী ঘৃণার সাথে স্মরণ করেন। তাই বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠি ক্ষমতায় যেয়ে নিত্যনতুন ষড়যন্ত্র আঁটছে। মিথ্যাচারের রাজনীতি করছে। চক্রান্ত্র করে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা দেশে ধ্বংসলীলা করে সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। সেই সুযোগ কখনো দেয়া হবে না। ’৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, ৩ নভেম্বর জেল হত্যা ও ৭ নভেম্বর সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের সব একই সূত্রে গাঁথা। সব খুনি জিয়ার নেতৃত্বে হয়েছে। সব সময় দেশবাসীকে সজাগ থাকতে হবে খুনিদের কোন সুযোগ দেয়া যাবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সহ-সভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, সহ- সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু প্রমুখ।