Print

Rupantor Protidin

নেশা জাতীয় সিরাপ ও বিভিন্ন মালামালসহ

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে ভারতীয় যাত্রী আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৫ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন মালামালসহ একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। সোমবার (০১ ডিসিম্বর) দুপুর ২টার দিকে টার্মিনালের চেকিং টেবিলে ব্যাগ তল্লাশির সময় এসব মালামাল উদ্ধার করা হয়। যার বাংলাদেশি মূল্য এক লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।

আটক আবু ইব্রাহিম আলী (২৩) পশ্চিমবাংলার কোলকাতার খিধিরপুরের আবু তাহের আলী ছেলে। তার পাসপোর্ট নম্বর এডি৪৫০৮১৮।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আটক যাত্রীর ব্যাগ থেকে উইনসারেক্স সিরাপ ৪ বোতল, ব্লু হর্স প্রিমিয়াম হুক্কা টোব্যাকো ১১ প্যাকেট, থ্রি-পিস ৭টি, শাড়ি ৩টি, ওড়না ৫টি, শাল-চাদর ১টি, টাইটান ঘড়ি ১টি এবং অপো রিনো ৫জি মোবাইল ১টি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিকে নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।