Print

Rupantor Protidin

বেনাপোল সীমান্তে খাল থেকে গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৭, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

 যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি খাল থেকে আজ দুপুরে হাবিবুর রহমান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে হত্যা না সাধারণ মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত যুবক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শাহাদৎ মোড়লের ছেলে। স্থানীয়রা জানায়, গত ৪ দিন ধরে হাবিবুর নিখোঁজ ছিল। সোমবার দুপুরে  ভারত সীমান্তবর্তী এলাকার ঘিবা গ্রামের একটি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

পুলিশ মরদেহ উদ্ধার করলে  পরে তার পরিচয় সনাক্ত হয়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।