Print

Rupantor Protidin

শার্শায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২৫ , ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের আসাদুল ইসলাম আসাদ নামের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ঐ তরুনীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে তরুনীকে বাড়ির পাশে একা পেয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংবাদ লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।