Print

Rupantor Protidin

বেনাপোলে মটর মেকানিক ইদ্রিসকে অপহরনের করে মুক্তিপন দাবি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২৫ , ৪:১৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

বেনাপোল থেকে ইদ্রিস আলী(১৫) নামে এক মটর মেকানিককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপন দাবি করেছে অপহরনকারীরা। গত সপ্তাহে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ইদ্রিসকে ৩ দফা মারধোর করে। পরিবারের ধারনা এই চক্রটি ইদ্রিসকে অপহরন করতে পারে। এ ঘটনায় তদন্তের স্বার্থে পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জেম্মায় ছেড়ে দেয়।

বৃহস্পতিবার(০২ অক্টোবর) ইদ্রিসকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে ফেলে রাঁখার ছবি পাঠিয়ে মুক্তিপন চাই অপহরনকারীরা। এর আগে গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে গত বুধবার পুলিশে অভিযোগ দেয়।

ইদ্রিসের বাবা বেনাপোলের ঘিবা গ্রামের আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারনে তার ছেলে বেনাপোল বাজারের একটি মটর সাইকেল গ্যারেজে গত মাসে চাকরী নেয়। গত সপ্তাহে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধোর করে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য। পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়।এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দ্যেশে বেনাপোল বাজারে আসে। কিন্তু পরে তার ফোন বন্ধ থাকে এবং নিখোঁজ হয়। খোজাখুজি করে না পেয়ে পুলিশে অভিযোগ দেওয়া হয়। হঠাৎ করে বৃহস্পতিবার বিকালে ইদ্রিসের বোনের মোবাইলে তাকে চোঁখবাধা অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপন চায় অপহরনকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে সন্দেহ ভাজন রেজওয়ান,এজাজ ও হাবিব নামে তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ইদ্রিককে আগে মারধোরের সাথে জড়িত থাকলেও অপহরন করেনি জানায়। তবে এ ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এবং অপজরনকারীকে উদ্ধারে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।