Print

Rupantor Protidin

সাকিব হাসলেন, হাসালেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৩ , ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

সংবাদ সম্মেলন চলছে, প্রশ্নের ফাঁকে গান ভেসে আসছে। দলের হাঁসফাঁস অবস্থায় ফুরফুরে থাকার চেষ্টায় সাকিব আল হাসান। ১৪ মিনিটের সংবাদ সম্মেলনের পর বেরিয়ে যাওয়ার সময় হাসলেন বাংলাদেশ অধিনায়ক। তার আগে কথায় হাসালেন সাংবাদিকদের।

এরমধ্যে ভারতীয় এক সাংবাদিক বলেন, ‘আপনার ভয়েস আজ অন্যরকম লাগছে।’ বেরিয়ে যাওয়ার সময় সাকিব জানালেন, মাঝে মাঝে হাসিরও দরকার আছে।

সাকিব বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচ জিততে চেষ্টা করব। নিজেদের সর্বোচ্চটা দিয়ে দুই পয়েন্ট নিশ্চিত করতে চাই। এজন্য যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাব।’ কিভাবে নিজেদের ফিরে পাবেন? সাকিব বলেন, ‘আমরা নিজেদের মধ্যে গ্র“প মিটিং করেছি। আলোচনায় বসেছিলাম কীভাবে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। এখন আমাদের সেটা মাঠে প্রমাণ করতে হবে। প্রত্যেকে যেন সেটা দেখাতে পারে, এটাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘প্রতিপক্ষকে রেট করতে চাই না। আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যেটা আমরা জিততে চাই। পাকিস্তানও তাই। তারাও জিততে চায়। ভালো খেলা দলটাই জিতবে। আমরা পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। যেন ম্যাচটা জিততে পারি।’ তিনি বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ খেলতে এসেছি। এই ম্যাচটিও ভিন্ন কিছু হতে যাচ্ছে না। সমান গুরুত্বপূর্ণ। নিজেদের পারফরম্যান্স ছাড়া এখন অন্য কিছু নিয়ে চিন্তা করছি না।

সাকিব কাল প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন।