ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া ও জেলহাজতে অন্তরীণ দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি ও শার্শা থানার বির্তকিত ওসির অপসারণের দাবিতে বেনাপোলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল কাস্টম হাউজের সামনে প্রায় ২ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। তিনি সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার, নি:শর্ত মুক্তি ও শার্শা থানার বিতর্কিত ওসির অপসারণ দাবি করে আল্টিমেটাম ঘোষণা করেছেন। তিনি যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দূর্গা পূজার ছুটি শেষ হওয়ার পরপরই সাংবাদিক মনিরুল ইসলাম মনির মামলা প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা গ্রহণ ও শার্শা থানার ওসির অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে যশোর বেনাপোল-মহাসড়ক অবরোধসহ বেনাপোল অচল করে দেয়া হবে।
তিনি সাংবাদিক মনির বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলায় জড়িত স্বার্থান্বেষী কুচক্রী মহলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হোন না কেন, যত বড় মাপের নেতা হোন না কেন, আপনিও রেহাই পাবেন না। গোটা সাংবাদিক সমাজ আপনার বিরুদ্ধে গেলে আপনিও টিকতে পারবেন না। তিনি সীমান্তবর্তী সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানিয়ে সতর্ক করে আরো বলেন, মনে রাখতে হবে সাংবাদিকদের মধ্যে ঐক্য বিনষ্ট হলে পতিত স্বৈরাচারের দোসর প্রশাসন ও দুষ্কৃতিকারীচক্র সাংবাদিক মনির মতো অন্যদেরকেও টার্গেটে পরিণত হতে হবে। মনে রাখতে হবে, সাংবাদিক মনিরুল ইসলাম মনি শুধু লোকসমাজের সাংবাদিক এমনটা ভাবার অবকাশ নেই।
এক্ষেত্রে সকল সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও অস্তিত্বের লড়াই মনে রাখতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে আরো কঠোর কর্মসূচি পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলেন তিনি।
তিনি শার্শা থানার ওসির ভূমিকার কঠোর নিন্দা ও সমালোচনা করে প্রশ্ন রেখে বলেন, কাকে খুশি করতে আপনি সাংবাদিক মনির বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে চালান করলেন এর জবাব আপনাকে দিতে হবে। সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, আমরা আশা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাংবাদিক মনির মামলা প্রত্যাহার করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না। কিন্তু আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম,বেনাপোল প্রেসক্লাবের সেক্রেটারি বকুল মাহমুদ, সহসভাপতি জামাল উদ্দিন, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমদ আলী শাহীন, ঝিকরগাছা ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি তরিকুল ইসলাম সহ বেনাপোল, শার্শা, বাগআচঁড়া ও নাভারণ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ শার্শা থানার বিতর্কিত ওসির স্বর্ণ পাচার ও চোরাকারবারীদের সাথে সখ্যতার অভিযোগ তুলে সতর্ক করে বলেন, আপনার অপকর্ম ও দুষ্কর্মের সব খবরাখবর আমাদের জানা আছে। আপনি শার্শা থানায় এসে কয়জন চিহ্নিত চোরাকারবারি অস্ত্রধারীদের গ্রেপ্তার করেছেন? অথচ একজন নিরপরাধ সাংবাদিককে আপনি তদন্ত ছাড়াই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। এর জবাব আপনাকে দিতে হবে।
মানববন্ধনে অংশ নেন ঝিকরগাছা, শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র নি:শর্ত মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের অবিলম্বে অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগত ভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।
এসময় বক্তারা শার্শা থানার বিতর্কিত ওসির অপসারণের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ও পূর্বপরিকল্পিত ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মনিরুল ইসলাম মনি’র মুক্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে কথিত নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি স্বার্থান্বেষী কুচক্রীমহল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।