Print

Rupantor Protidin

যশোর টিটিসিতে বিদেশগামীদের বিক্ষোভ, সার্ভার সমস্যায় স্থগিত অনলাইন পরীক্ষা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৫ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা সোমবার রাতে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে বিক্ষোভ করেন। অনলাইনে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবভিত্তিক তাকামুল ওয়েবসাইটের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সম্পর্কে পরীক্ষার্থীদের অবহিত করার পর তারা শান্ত হন।

যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইফফাত মাহমুদ জানান, সৌদি আরবের স্পেশাল ভেরিফিকেশন প্রোগ্রামের (এসভিপি) আওতায় লোড-আনলোড কাজে যেতে ইচ্ছুকদের পরীক্ষা সোমবার সারাদেশের ১৯টি কেন্দ্রে হওয়ার কথা ছিল। কিন্তু সার্ভার বিঘ্নের কারণে দিনভর অনলাইনে মেধা যাচাই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, যশোর কেন্দ্রে দুই শতাধিক প্রার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। অনলাইনে পরীক্ষা বন্ধ থাকায় ভুল বোঝাবুঝি থেকে সন্ধ্যার পর বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেওয়া হলেও পরে পরীক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়।

তাকামুল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টার মধ্যে সার্ভার স্বাভাবিক হবে। ফলে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শারীরিক পরীক্ষার অংশ সম্পন্ন করা হয়েছে, শুধু অনলাইন মেধা যাচাই বাকী রয়েছে।

পরীক্ষার্থী তোফাজ্জেল (কিশোরগঞ্জ) বলেন, “সার্ভারে সমস্যা থাকায় পরীক্ষা দিতে পারিনি। বিষয়টি বুঝতে পারার পর আমরা আশ্বস্ত হয়েছি। এবার অনলাইনে পরীক্ষায় অংশ নেব।”