দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল যশোরে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। যশোর মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগ ও যশোর হার্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, সেমিনার এবং সিপিআর প্রশিক্ষণ।
সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। হাসপাতাল প্রদক্ষিণ শেষে এটি শেষ হয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) প্রাঙ্গণে। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার, যার বিষয় ছিল “করোনারি কেয়ার ইউনিটের পর্যবেক্ষণ ও হৃদরোগে আকস্মিক মৃত্যু”।
প্রধান আলোচক অধ্যাপক ডা. এম এ রশীদ বলেন, “বিশ্বের কোথাও হৃদরোগীদের বিছানায় শোয়ানো অবস্থায় চিকিৎসা দেওয়া হয় না। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটিই হচ্ছে। এ অবস্থার দ্রুত পরিবর্তন দরকার।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে হৃদরোগজনিত কারণে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হচ্ছে। এজন্য প্রতিরোধমূলক উদ্যোগ ও সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামানসহ যশোর মেডিকেল কলেজ ও হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বক্তারা প্রয়াত মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের উদ্যোগে ২০০৬ সালে যশোরে সিসিইউ স্থাপনের কথা স্মরণ করে এর পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারের পর করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জনকে নিয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে জীবনরক্ষাকারী কৌশল শেখান কার্ডিয়াক ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা।