Print

Rupantor Protidin

নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৫ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নড়াইল শহরের মুচিপুল এলাকায় সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে  কুমারী পূজা। সৃজিতা ভট্টাচার্যকে দেবী রুপে পূজা করা হয়।  সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। পূজা উপলক্ষে সাজানো হয় পূজামণ্ডপ, চারপাশে শোভা পায় আলোসজ্জা আর ঢাকের বাদ্য।
 সূরসূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি   কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, প্রতিবছরের মত এ বছরও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে,
পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুলাল ভাট্টাচার্য  জানান, প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের নারী-পুরুষ পূজা উপাচারে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুমারী পূজা শক্তির পূজার এক বিশেষ প্রতীক, যা দুষ্টের দমন ও শুভ শক্তির আরাধনা করে।
কুমারী পূজা উপলক্ষে মন্দির ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে  শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়  দূর্গাপূজার মহাষ্টমী।
এবছর নড়ইল জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।