Print

Rupantor Protidin

সাংবাদিক মনিরুল ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত (২৮সেপ্টেম্বর)শার্শা উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দেয়া হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যায়িত করে তা অবিলম্বে প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু বলেন, বিগত ৩০ বছরের সাংবাদিকতায় মনিরুল ইসলাম মনি অত্যন্ত সুনাম ও সাহসিকতার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, বিগত ১৭বছরে শার্শা উপজেলার উলুশি এলাকার চোরাকারবারি,মাদকের গডফাদার আয়নালসহ অনেকের বিরুদ্ধে সাংবাদিক মনিরুল ইসলাম মনি তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ অসংখ্য সাহসী রিপোর্ট করেছেন।সে কারণে তার বিরুদ্ধে এই জঘন্যতম ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। এই মামলার মধ্যে দিয়ে শুধু মনিরুল ইসলাম মনি নয়, গোটা সাংবাদিক সমাজের চরিত্রে কালিমালিপ্ত করা হয়েছে। তিনি অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ সাংবাদিক মইরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তীব্র নিন্দা ও কঠোর সমালোচনা করেছেন। তিনি শার্শা থানার অফিসার ইনচার্জকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করেছেন। , যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মামলাটি পূর্ব পরিকল্পিত ও সাজানো অভিহিত করে অবিলম্বে প্রচারের দাবি জানান। সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মামলা সাজানো ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদকের নজরুল ইসলাম মল্লিক, দৈনিক লোকসমাজের নড়াইল জেলা প্রতিনিধি অশোক কুন্ড।

মানববন্ধন কর্মসূচিতে আরো অংশ নেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ , উপদেষ্টা মন্ডলী, জেলার সকল উপজেলা ইউনিট নেতৃবৃন্দ ।
বিশাল এই মানববন্ধনে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।