Print

Rupantor Protidin

মণিরামপুর কুলটিয়া ইউনিয়ন বিএনপির বস্ত্র বিতরন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলটিয়া ইউনিয়ন বিএনপি’র অর্থায়নে কুলটিয়া ইউনিয়নের গরীব অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে শাড়ি লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ রবিবার বিকেলে ইউনিয়নের কুলটিয়া এবং পোড়াডাঙ্গা নামক স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই বস্ত্র বিতরন করা হয়। কুলটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মজিদের সভাপতিতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, মনিরামপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলনেতা মোঃ জাকারিয়াসহ থানা পৌর এবং ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।