Print

Rupantor Protidin

যশোরের চৌগাছায় ৫২তম গ্রীষ্মকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালকে এবিসিডি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যামিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। ফুটবল বালিকায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নারানপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
রবিবার কান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন জগদিশপুর ইউনিয়ন পরিষদের সভাপতি ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তবিবর রহমান, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান কবির, বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।