Print

Rupantor Protidin

মোল্লাহাটে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্থানীয় পূজা মণ্ডপে গিয়ে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, এটি সামাজিক সম্প্রীতিরও প্রতীক। এ ধরনের উৎসব ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি ভক্তদের উচ্ছ্বাস ও উৎসবের পরিবেশ প্রত্যক্ষ করেন এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে উৎসব পালনে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হয়। এবারের দুর্গোৎসব বিগত সময়ের তুলনায় আরও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হবে।”