Print

Rupantor Protidin

আশাশুনির কাদাকাটিতে বাড়ি ও প্রতিমা ভাংচুরের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

আশাশুনি উপজেলার কাদাকাটিতে বাড়িতে ও মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সেবা বঞ্চিত করার প্রতিবাদ করায় একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারে নেমেছে দাবী করে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান হয়েছে। শনিবার বিকালে কাদাকাটির মিত্র তেঁতুলিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জহির উদ্দীন, মোঃ শামীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আঃ ছালাম, মেম্বার উজ্জল মিত্রের কাকা সুকুমার মিত্র, তুষার মিত্র ও প্রবীন ব্যক্তি আঃ রউফ সরদার। বক্তারা বলেন, ১০ জন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, সেব্যাপারে প্রশাসন দেখবেন। কিন্তু মেম্বার জাহাঙ্গীর, ডাঃ টুকুর নেতৃত্বে চেয়ারম্যানের কক্ষে ও সচিবের কক্ষে তালা লাগিয়ে ইউনিয়নবাসীকে সেবা বঞ্চিত করে আইন অমান্যের পাশাপাশি চরম হঠকারিতা করা হয়েছে। সচিবের কক্ষে তালা লাগানো চরম অপরাধ। ১০ দিন এলাকার মানুষ ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিত হয়ে চরম ভাবে নাজেহাল ও বঞ্চনার শিকার হয়েছে। আমরা সেনা বাহিনীর কাছে আবেদন করলে তারা বৃহস্পতিবার ঘটনাস্থানে আসেন এবং সরেজমিন দেখেবুঝে রবিবার এসে তালা খুলে দেবেন বলে জানিয়ে ছিলেন। ষড়যন্ত্রকারীরা তাদের গভীর চক্রান্ত নস্যাৎ হতে যাচ্ছে ভেবে তারা প্রতিবাদ সমাবেশের নামে তাদের উপর হামলা, উজ্জলের বাড়িতে হামলা, ভাংচুরের কাহিনী সাজিয়ে ষড়যন্ত্র শুরু করে। ১০ জন সেস্বারের মধ্যে ৮ জন আওয়ামীলীগের তারা কিভাবে তালা লাগানোর মত ধৃষ্টতা দেখালো? আজকে তারা প্রতিমা ভাংচুরসহ নানা প্রপাগান্ডা চালিয়ে ষড়যন্ত্রে নেমেছে। তারা সমস্ত অভিযোগ তদন্ত করতে মাননীয় জেলা প্রশাসক, ইউএনও ও ওসিকে অনুরোধ জানিয়ে ষড়যন্ত্রকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানান।
মেম্বার উজ্জল মিত্রের কাকা সুকুমার মিত্র জানান, উজ্জলের বাড়ির পাশেই আমার বাড়ি। সেখানে কোন প্রকার ভাংচুর ও হামলার ঘটনা ঘটেনি। পুজা কমিটির সভাপতি তুষার মিত্র জানান, তাদের পুজা শান্তিপূর্ন পরিবেশে চলছে। কোন ভাংচুর, হামলার ঘটনা ঘটেনি। বৃদ্ধ আঃ রউফ সরদার জানান, কাদাকাটি ইউনিয়নে দীর্ঘ ৪০ বছরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যারা অভিযোগ করছে তারা আওয়ামীলীগের, তারা কিকরে পরিষদে তালা মারার ক্ষমতা দেখাচ্ছে তদন্ত করা হোক। পুজামন্ডপে দায়িত্বরত আনসার পিসি জানান, এখানে কোন ভাংচুরে বা হামলার কোন ঘটনা ঘটেনি।