Print

Rupantor Protidin

হিন্দু মুসলিম সকলেই রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও
সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য  প্রার্থী  অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে।  দেশের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়না তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেন পাহারা দিতে হবে। এদেশে শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।  গেল ৫আগষ্ট একদল দূর্বিত্ত হিন্দু সম্প্রাদায়ের কিছু লোকজনের বাড়িতে তান্ডব চালিয়েছে তা দুঃখজনক। ইতি মধ্যে বাংলাদেশ জামায়ত ইসলাম  হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে সম্প্রতির প্রমাণ রেখেছে। আগামীতে জামায়ত ক্ষমতায় এলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।শনিবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিল্পকলা ঐকাডেমিতে  দূর্গা পূজার সার্বিক খোজ খবর ও হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় কালে কথা গুলো বলেন তিনি। তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
জেলা  জামায়াতে ইসলামীর  নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সভাপতি গাজী সুজায়েত আলী। আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমীর মাও মফিদুল্লাহ , সদস্য  ডাঃ আফতাব উদ্দীন, প্রফেসর আয়ুব আলী, শ্রমিক  কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরার ইউপির সাবেক চেয়ারম্যান আয়ুব আলী, সাতক্ষীরা প্রেস  ক্লাবের সাবেক সভাপতি, আলতাপ হোসেন, ও জেলা প্রেস ক্লাবের  সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার প্রমুখ।
এসময় সেখানে তালা উপজেলা প্রায় সকল পূজা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ বিভিন্ন  এলাকার  হিন্দু সম্প্রদায়ের লোকজন  উপস্থিত ছিলেন।