Print

Rupantor Protidin

ট্রাম্প দম্পতির সংবর্ধনায় যোগ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার কন্যা দিনা ইউনূস।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক শহরে আয়োজিত এ সংবর্ধনায় ট্রাম্প দম্পতির সঙ্গে অধ্যাপক ইউনূস ও দিনা ইউনূস ছবি তোলেন। কূটনৈতিক অঙ্গনে এই মুহূর্তটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা একে আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ করে তুলেছে।