Print

Rupantor Protidin

তেজগাঁওয়ে ট্রাক-বাসের দখলে সড়ক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর তেজগাঁও ও আশপাশ এলাকার প্রধান সড়কগুলো এখন ট্রাক, কাভার্ডভ্যান ও বাসচালকদের দখলে। প্রায় ৭০ শতাংশ সড়কজুড়ে সারি সারি ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় চলাচলে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল। এতে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, একসময় শুধু তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনের রাস্তাতেই ট্রাক রাখা হতো। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে সাতরাস্তা, কারওয়ান বাজার রেলক্রসিং, বিজয় সরণি ফ্লাইওভার এলাকা হয়ে ফার্মগেট পর্যন্ত প্রায় সব সড়কই চলে গেছে এসব গাড়ির দখলে। এ কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

সরেজমিন দেখা গেছে, ছয় লেনের মধ্যে চার লেনই দখল করে রেখেছে ট্রাক ও কাভার্ডভ্যান। রেলক্রসিংয়ে প্রতিবন্ধক নামানো মাত্রই ভয়াবহ যানজট ছড়িয়ে পড়ছে আশপাশে। বিজি প্রেসসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফুটপাতও অবরুদ্ধ থাকায় পথচারীদের হাঁটাচলায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

চালকদের দাবি, ট্রাকস্ট্যান্ডে সীমিত জায়গা থাকায় বাধ্য হয়েই তারা সড়কে গাড়ি রাখছেন। গাড়ি রাখার জন্য প্রতি গাড়ি থেকে শ্রমিক সংগঠনের নামে টাকা তোলা হয়। তবে এতে জনদুর্ভোগের বিষয়টি তারা স্বীকার করেছেন।

নগর পরিকল্পনাবিদদের মতে, শহরের ভেতরে এভাবে ট্রাকস্ট্যান্ড থাকা কোনো স্থায়ী সমাধান নয়। রাজধানীর প্রান্তসীমায় বহুতল টার্মিনাল নির্মাণ করলেই কেবল যানজট ও সড়ক দখল কমবে।

এদিকে ডিএনসিসি বলছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।