প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
বাগেরহাটের মোল্লাহাটে পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নিজামুদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক ফকির আবুল বাশার। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মুজিবুর রহমান শামীম বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। আমরা বিভেদ ভুলে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না।”
তিনি আরো বলেন,
“আমার বিরুদ্ধে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। একটি মহল আমেরিকা বসে মিথ্যা প্রচার করছে যে আমি নাকি এরশাদ শিকদারের ম্যানেজার ছিলাম। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই— আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।”
সমাবেশ শেষে মোল্লা মুজিবুর রহমান শামীমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লাহাটের মরহুম মুজিবুর রহমান মিলু মিয়ার মোড়ে গিয়ে শেষ হয়। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।