ঝিকরগাছায় জামায়াতের সমাবেশে
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা পৌরশহরের কপোতাক্ষ মহাসড়ক সেতু সংলগ্ন চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন , জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলিম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ২০১৪ সালের প্রহসনের নির্বাচন ছিল একতরফা। দিনের ভোট রাতে হয়েছিল। বাংলাদেশের মানুষ সেই নির্বাচন বর্জন করেছিল। বাংলাদেশের মানুষ এরকম নির্বাচন আর দেখতে চাইনা। তিনি বলেন বিগত চারটা নির্বাচনে জনগণের মতামত কোনোভাবেই প্রতিফলিত হয়নি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্টের পরিবর্তে আরেকটি ফ্যাসিস্ট দেশের মানুষ আর দেখতে চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি রুপ দেওয়াসহ পাঁচদফা দাবি পূরণ করতে হবে বলেও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি । প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আরশাদুল আলম আরো বলেন বাংলাদেশের ৭৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মেয়র পদ প্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, যুব সংগঠক এড.আবিদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, আলহাজ্ব রেজাউল ইসলাম,মুফতি আবু জাফর,পৌর আমির মাওলানা আব্দুল হামিদ, শিবির নেতা ইসা মাহমুদ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্নস্থান থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঝিকরগাছা শহরের যশোর- বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে।