ঝিকরগাছায় পূজা পরিষদ নেতৃবৃন্দকে সাথে মতবিনিময়
যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, সার্বজনীন দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্ন করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। হিন্দু সম্প্রদায়ের আমাদের মায়েরা যাতে নিরাপদে নির্বিঘ্নে স্বাচ্ছন্দের সাথে উৎসব আয়োজনে মিলিত হতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোন পূজা মণ্ডপ এলাকায় একাধিক মোটরবাইক নিয়ে কেউ যেন মহড়া দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে জনমনে প্যানিক বা আতঙ্ক সৃষ্টি হয়।এটি কোনমতেই করতে দেয়া যাবে না। তিনি পতিত স্বৈরাচারের কঠোর সমালোচনা করে বলেন, পলাতক ফ্যাসিস্টদের দোসররা দেশকে একটি অস্থিতিশীল ও অরাজক পরিবেশ তৈরি করতে চাই। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।পূজা নির্বিঘ্ন করার পাশাপাশি নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার এই নির্দেশনা জনাব তারেক রহমান ও জনাব অনিন্দ্য ইসলাম অমিত আমাদেরকে দিয়েছেন।
নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন,প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করতে হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঝিকরগাছা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। তিনি বলেন, আমরা ৫৪ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডের বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনা,পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা মনে করি এই ভূখণ্ডে বসবাসকারী আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই অভিন্ন মতে বিশ্বাসী। আমি জনাব তারেক রহমানের এই বার্তাটি আপনাদেরকে দিতে এসেছি। তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।
তিনি বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝিকরগাছা উপজেলা বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিবা নাজমুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মর্তুজা এলাহি টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও যশোর জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী,সহসভাপতি বাবুল ভক্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বিএনপি নেতা শামসুজ্জামান খান সোহেল, আব্দুল হামিদ, জাহিদ হাসান, আব্দুর রহমান আব্দার, শাহাজাহান আলী, আশরাফুজ্জামান আশা, তবিবর রহমান, ওয়াহিদুজ্জামান লিটু, ডা: আবুল খায়ের, দাউদ হোসেন, আয়ুব হোসেন, জহুরুল ইসলাম লিন্টু, লিয়াকত আলী, হবিবর রহমান, জামশেদ আলী, মাস্টার ফয়জুর রহমান, এনামুল হক বাবলু, জামির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আকবার আলী, শাহিন আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা।