Print

Rupantor Protidin

অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি যশোরের অভয়নগরের গোপিনাথপুর গ্রামে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, ভোররাতে নলামারা বিলে একটি মৎস্যঘের থেকে মাছ চুরির চেষ্টা করেন নসিব তালুকদার। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। সকালে বিদ্যালয় মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছেলে বাপ্পি তালুকদার অভিযোগ করেন, “আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের শাস্তি চাই।”

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, নিহতের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, মাছ চুরির অভিযোগে ক্ষুব্ধ হয়ে কেউ তাকে হত্যা করেছে।

অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, “মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”