Print

Rupantor Protidin

যশোরে ফ্ল্যাট থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কর্ণা ভিলা থেকে নিগার সুলতানা (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

নিগার সুলতানা নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং তিন বছর আগে অবসর নেন। তিনি অবিবাহিত ছিলেন ও ছয় বোনের মধ্যে বড়। পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ বাড়িতে থাকলেও তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, মৃতার ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।