Print

Rupantor Protidin

ইউজিসির গবেষণা কার্যক্রমে ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ আর্থিক বছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও ৭ জন পিএইচডি গবেষক। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। এই প্রকল্পের অধীন প্রত্যেক গবেষককে অর্থ প্রদান করা হযে।
বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে  রয়েছেন— ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৭ জন শিক্ষক, ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। কলা অনুষদের ১০ জন শিক্ষক, ১ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী। ব্যাবসায় প্রশাসন অনুষদের ৯ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী। এছাড়া জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষক ও ২৩ জন শিক্ষার্থী এবং বিজ্ঞান অনুষদের ৫ জন শিক্ষক, ৯ জন শিক্ষার্থী ও ১ জন পিএইচডি গবেষক। এই গবেষণা কার্যক্রমে নির্বাচিত শিক্ষকেরা পাবেন তিন লক্ষ থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা, পিএইচডি গবেষক শিক্ষক দুই লক্ষ ও শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা এবং শিক্ষার্থীরা পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা গবেষণা খাতকে অগ্রাধিকার দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছে সকলের জন্য শুভ কামনা। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের এসকল রিসার্চ পেপার আমরা লাইব্রেরিতে সংরক্ষণ করবো। যাতে সকলেই রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে এবং পরবর্তীতে সকলের উপকারে আসে।