Print

Rupantor Protidin

এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সেবা নিয়ে শার্শায় সমাবেশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৩ , ১:২৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশের প্রধান জনগোষ্ঠীর জন্য এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে শার্শা উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুওে উপজেলা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এইচআইভি, কোভিড-১৯ এর টিকাকরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণার আয়োজন করেন ঢাকা আহছানিয়া মিশন (ড্যাম)।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সালাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি উজ্জ্বল ফকিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা এইচআইভি ভাইরাসসহ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার লক্ষণ ও প্রতিরোধ বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।