Print

Rupantor Protidin

চাম্বলে বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত কয়েকজন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশের স্লুইসগেটের পানি ছাড়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক আহমদ নূর ও জামায়াত সমর্থক কপিল উদ্দিনের পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে বিএনপি সমর্থকরা চাম্বল বাজারে বিক্ষোভ করলে জামায়াতপন্থীরাও সেখানে জড়ো হয়।

পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিজান নামে এক বিএনপি কর্মীসহ আরও কয়েকজন আহত হন।

ওসি (তদন্ত) জানান, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।