Print

Rupantor Protidin

রাতের আঁধারে বিবস্ত্র করা হল মন্দিরের প্রতিমার বস্ত্র

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার তালা উপজেলার কলাপোতা পূর্ব দাশ  পাড়া সার্বজনীন দূর্গার মন্দিরে প্রতিমার বস্ত্র খুলে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার(২২সেপ্টেস্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে  আসন্ন শারদীয় উৎসব  নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মালাম্বীরা। এদিকে ঘটনাটি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে  সমালোচনার ঝড় ওঠে। প্রতিমার ছবি পোস্ট করে শাস্তির দাবীও জানিয়েছেন অনেকে  ।
স্থানীয়রা জানায়,  প্রায়  শত বছর ধরে এ মন্দিরে দূর্গা পূজা চলছে । সোমবার রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি শুরু হলে কোন এক সময় মন্দিরে থাকা দূর্গা, লক্ষী, সরস্বতী ও কার্তিক গনেশ সহ ছয় প্রতিমার বস্ত্র খুলে ফেলে রেখে চলে যায় কে বা কারা  । একই সাথে প্রতিমার মাথার মুকুট ভাংচুর সহ মাথার চুল ছিড়ে ফেলার অভিযোগ করেন তারা।
কলাপোতা দাশ পাড়া সার্বজনীন দূর্গামন্দিরের সভাপতি হরে কৃষ্ণ দাশ জানান, সোমবার রাত ২টা পর্যান্ত তিনি সহ কয়েকজনের ওই মন্দিরে পাহারায় ছিলেন। এরপর বিদ্যুৎ চলে গেলে সকলে বাসায় চলে যায়। আজ মঙ্গলবার (২৩সেপ্টেম্বর)  সকালে মন্দিরে দেখেন কে বা কারা মন্দিরে থাকা  প্রতিমার বস্ত্রগুলি খুলে রেখে গেছে। একই সাথে দেবীর মাথার মুকুট ভাঙ্গা সহ চুল ছিড়ে ফেলেছে তারা । স্থানীয় বকাটে যুবকরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে  ধারনা করছেন তিনি । ঘটনাটি দেখার পর ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন তিনি ।
তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার জানান, ঘটনাটি তিনি শোনা মাত্র প্রশাসনকে জানিয়েছেন ।  ঘটনার সাথে যে বা যারা জড়িত তার শাস্তির দাবী করেন তিনি
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার  বলেন, কোনমাদকসাক্ত ব্যাক্তি বা বিক্রিত চিন্তা ধারার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারনা করছেন।  বিষয়টি নিয়ে  তদন্ত চলছে।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি)মো.মাইনুদ্দীন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মন্দিরের বারান্দায় প্রতিমার বস্ত্র  পড়েছিল।  মন্দিরের  প্রতিমা শিল্পীরা তা আবার ঠিক করে নিয়েছেন। ঘটনাটি  তদন্ত করে দেখা হচ্ছে।