Print

Rupantor Protidin

তিন ঘণ্টার বৃষ্টিতে ঢাকার সড়ক জলমগ্ন, কোমরপানি-যানজটে বিপর্যস্ত নগরবাসী

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ

Sheikh Kiron

সকালের টানা তিন ঘণ্টার তুমুল বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। প্রধান সড়ক থেকে অলিগলিতে কোথাও কোমর, কোথাও হাঁটুপানি জমে দীর্ঘ সময় স্থায়ী হয়। এতে ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে এবং পুরো নগরীতে সৃষ্টি হয় তীব্র যানজট।

এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এমনকি বজ্রবৃষ্টির কারণে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যেই বংশালের নাজিরাবাজার এলাকায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়, যা দিনের সবচেয়ে ভারী বর্ষণ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এ অতিভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকার জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর ধীরগতি, ড্রেন বন্ধ হয়ে যাওয়া, স্লুইসগেট ও ফ্লাডগেট অকেজো থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে মিরপুর, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, মতিঝিল, রামপুরা ও বনশ্রীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে।

স্থানীয়রা অভিযোগ করেন, সিটি করপোরেশন নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে বৃষ্টি হলেই এ ধরনের জলাবদ্ধতা তৈরি হয়।