আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্দ্যেগে প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ০২দিন ব্যাপী এ প্রশিক্ষণ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হল রুমে অনুষ্ঠিত হয়। লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার পরিকল্পনার নার্স এবং ডাক্তার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জ্জামান এবং ট্রেনিং পরিচালনা করেন দুই দিনে সিবিয়ার অফিসার, ,করবী স্বনর্কার এবং ট্রেইনার মোঃ আফতাবুর জ্জামান,উক্ত ট্রেনিং এ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইডিয়াল ম্যাপ সিবিয়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারজানা মুস্তাহিদ প্রশিক্ষণে প্রতিবন্ধীত্ কি? প্রতিবন্ধীতার প্রকারভেদ কি কি? প্রতিবন্ধীতার কারণ , প্রাথমিক অবস্থায় কি ভাবে প্রতিবন্ধীতা সনাক্ত করবো এবং এ সকল বিষয় গুলো প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহনের মাধ্যমে সু-স্পষ্ট ধারনা প্রদান করেন।